ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেদেরারের কষ্টার্জিত জয়, তৃতীয় পর্বে বার্দিচ-মারে

প্রকাশিত: ০৪:২৩, ২২ জানুয়ারি ২০১৫

ফেদেরারের কষ্টার্জিত জয়, তৃতীয় পর্বে বার্দিচ-মারে

স্পোর্টস রিপোর্টার ॥ সতেরোটি গ্র্যান্ডসøাম জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রজার ফেদেরার। বছরের শুরুতেই ঘোষণা দেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ের। আর টেনিসের জীবন্ত কিংবদন্তি ফেদেরার যেন সে পথেই হাঁটছেন। বুধবার মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের বাধা পেরিয়েছেন তিনি। তবে জয়টা সহজে আসেনি তাঁর। দীর্ঘ ২ ঘণ্টা ৯ মিনিট লড়াই করার পর তৃতীয় পর্বের টিকেট নিশ্চিত করেন রজার ফেদেরার। এদিন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় বাছাই রজার ফেদেরার ৩-৬, ৬-৩, ৬-২ এবং ৬-২ গেমে হারিয়েছেন ইতালির সাইমন বোলেলিকে। কষ্টার্জিত জয়েও এক রকম তপ্তি রয়েছে। অন্তত রজার ফেদেরার তাই মনে করেন। এ বিষয়ে তিনি তেত্রিশ বছর বয়সী রজার ফেদেরার বলেন, ‘ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার অনুুভূতিটা আমার কাছে সবসময়ই ভাল লাগে। আর শেষ তিন সেটের সবই ধারাবাহিক পারফর্মেন্স করে জেতার পর তো স্বাভাবিকভাবেই অনুভূতিটা বেশ ভাল। প্রকৃতপক্ষে তার বিপক্ষে আমি চেষ্টা করেছি ইতিবাচক টেনিস খেলতে। আর শেষ পর্যন্ত তেমনভাবেই খেলতে পেরেছি। এদিন কোর্টের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লেগে গিয়েছিল। এছাড়া প্রতিপক্ষও আমাকে সহজে সুযোগ দিচ্ছিল না।’ সুদীর্ঘ ক্যারিয়ারে সতেরোটি গ্র্যান্ডসøাম জেতা রজার ফেদেরার চারবার তুলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। সর্বশেষ ২০১০ সালে চতুর্থবারের মতো শিরোপা জয়ের হাসি হেসেছিলেন তিনি। তবে এই মৌসুমের শুরুতেই যেন অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম ট্রফিটাকে নিজের শোকেসে তুলতে মরিয়া ফেড এক্সপ্রেস। তার ইঙ্গিত দিয়েছেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেই। যেখানে তিনি রেকর্ড ১০০০তম এটিপি ম্যাচ জয়ের বিস্ময়কর কীর্তি গড়েন রজার ফেদেরার। এবার নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে ১৬ বার কোর্টে নেমেছেন তিনি। তার সবই তৃতীয় রাউন্ড খেলেছেন এই সুইস তারকা। আর শেষ ১১ বারই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেন তিনি। তাই পরিসংখ্যান বলে এবারও সেমির আগে বাদ পড়ছেন না রজার ফেদেরার। বুধবার রজার ফেদেরার ছাড়াও জয়ের দেখা পেয়েছেন ব্রিটিশ টেনিস তারকা এ্যান্ডি মারে, টমাস বার্দিচ এবং গ্রিগর দিমিত্রোভের মতো খেলোয়াড়রা। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই এ্যান্ডি মারে। ফেবারিটও তিনি। বুধবার মারে ৬-১, ৬-৩ এবং ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার মারিঙ্কো মাটোসেভিচকে। চেক তারকা টমাস বার্দিচ ৭-৬, ৬-২ এবং ৬-২ গেমে জয় পেয়েছেন জার্গেন মেলজারের বিপক্ষে। আর গ্রিগর দিমিত্রোভ ৬-৩, ৬-৭, ৬-৩ এবং ৬-৩ গেমে হারিয়েছেন সেøাভাকিয়ার লুকাস লাকোকে।
×