ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ার্ল্ড হকি লীগ

আজ ওমানকে হারালেই সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৭, ২২ জানুয়ারি ২০১৫

আজ ওমানকে হারালেই সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সিঙ্গাপুরে চলছে ‘ওয়ার্ল্ড হকি লীগ’-এর দ্বিতীয় পর্বের খেলা। বৃহস্পতিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিকেল তিনটায় আজ বাংলাদেশ মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হবে প্রতিপক্ষ ওমানের। ওমানকে হারালেই শেষ চারে খেলা নিশ্চিত করতে পারবে লাল-সবুজ জার্সিধারীরা। আজকের এই ম্যাচে ওমানের বিরুদ্ধে জয়ের আশা করতেই পারে বাংলাদেশ। কেননা, ওয়ার্ল্ড হকি র‌্যাঙ্কিংয়ে দুই দলের র‌্যাঙ্কিং অনেকটাই কাছাকাছি। ওমান ২২, বাংলাদেশ ৩০। তবে ওমানকে হারাতে পারলেও তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে না বাংলাদেশের। কেননা চার সেমির সেরা তিন দল যাবে পরের রাউন্ডে। এ ম্যাচে জয়ের বিকল্প নেই জিমি-চয়নদের। আজকের ম্যাচে জয় পেতে বুধবার দু’বেলা অনুশীলন করেছে বাংলাদেশ দল। হেড টু হেডে সাম্প্রতিক দ্বৈরথে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে লড়াইয়ে এগিয়ে রয়েছে ওমানই। তাদের কাছে এশিয়ান গেমসের সপ্তম স্থান নির্ধারণী খেলায় ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ, ২০১৩ এশিয়া কাপেও হেরেছিল ৪-২ গোলে। তবে ২০১৪ ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফকাপ হকিতে গ্রুপ পর্বে ওমানকে ৭-০ এবং ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই দলের একাধিক খেলোয়াড় আছেন বর্তমান জাতীয় দলে। কাজেই সে ম্যাচের দুই জয়ই আজ অনুপ্রেরণা যোগাবে কৃষ্ণা-অসীম-সারোয়ারদের। এর আগে পুল ‘বি’ তে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ০-৫ গোলে শোচনীয়ভাবে হারে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১-৫ গোলে হেরে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় হকি দল। গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশ। আজকের ম্যাচে ওমানকে হারাতে পারলে বাংলাদেশ খেলবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। আর হারলে খেলবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে, কোয়ার্টার ফাইনালের হারা চার দলের মধ্যে স্থান নির্ধারণী ম্যাচ ২৩ জানুয়ারি। আর ফাইনাল হবে ২৫ জানুয়ারি। উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লীগের থম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এ আসরে কখনই দ্বিতীয় পর্বের গণ্ডি পেরুতে পারেনি বাংলাদেশ। এবার এ আসরের জন্য বাংলাদেশ দল সাভারের বিকেএসপিতে ৪৫ দিন অনুশীলন করে।
×