ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি২০ ক্রিকেট

প্রকাশিত: ০৪:২৮, ২২ জানুয়ারি ২০১৫

ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি২০ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস (ইউল্যাব) গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অষ্টম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি টি২০ ক্রিকেট আয়োজনের ঘোষণা দিয়েছে। প্রতিযোগিতা শুরু আজ থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। সংবাদ সম্মেলনে সম্পর্কে বক্তব্য রাখেন ইউল্যাব উপাচার্য প্রফেসর ইমরান রহমান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেন সাবেক অধিনায়ক ও ইউল্যাব ফেয়ার প্লে কাপের উপদেষ্টা রকিবুল হাসান। আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব) ফয়জুল ইসলাম। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ১৬ বিশ্ববিদ্যালয়। দলগুলো হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ চিটাগং, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সায়েন্সেস, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং আয়োজক ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ইউল্যাব আশা করে যে এই উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাবেরই মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ পায়। ২০০৬ সাল থেকে প্রতিবছর সফলতার সঙ্গে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে ইউল্যাব। পুরো প্রতিযোগিতায় ৩২ ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতার প্রথম খেলা অনুষ্ঠিত হবে বর্তমান চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বনাম নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে। ১৬ দলকে ৪ গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্রতি গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী সুপার এইটে খেলবে। সুপার এইটের চার বিজয়ী দল খেলবে ফেব্রুয়ারি ৮ ও ৯ তারিখের সেমিফাইনালে। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি। পুরস্কার হিসেবে এ বছরের বিজয়ী দল পাবে ৪০ হাজার টাকা এবং রানার্সআপ দল ২৫ হাজার টাকা।
×