ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের চেতনা অটুট থাকলে বাংলাদেশ সমৃদ্ধ হবে ॥ প্রণব

প্রকাশিত: ০৪:৫৬, ২২ জানুয়ারি ২০১৫

মুক্তিযুদ্ধের চেতনা অটুট থাকলে বাংলাদেশ সমৃদ্ধ হবে ॥ প্রণব

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, মুক্তিযুদ্ধের অবিনশ্বর চেতনা ও আদর্শে অটুট থাকলে বাংলাদেশ সমৃদ্ধির ও শান্তির নতুন সোপানে উপনীত হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার-কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা সম্প্রতি সাক্ষাতকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ১৯৭১-এর মহান শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘বাংলাদেশের ৩০ লাখ বীর শহীদ এবং মহান ভারতের হাজার হাজার বীর যোদ্ধার মিলিত পুণ্য রক্তস্রোতে অর্জিত স্বাধীন বাংলাদেশের বীর জনগণ মুক্তিযুদ্ধের মহত্তম স্বপ্ন ও বিজয়কে শুধু ধরে রাখবে না, বাংলাদেশকে তারা নতুন নতুন বিজয় উৎসর্গ করবে।’ বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও মহান শহীদ পরিবারদের প্রতি তাঁর আন্তরিক স্নেহ-মমতা ব্যক্ত করে তিনি বলেন, “গণতন্ত্রের পুণ্যভূমি ভারত এবং মুক্তিযুদ্ধের পুণ্য ভূমি বাংলাদেশ গণতন্ত্র ও মুক্তচিন্তার পরম্পরায় বিকশিত ও শক্তিশালী হয়ে উঠেছে এবং পরস্পরের প্রতি অপরিহার্য বলে গণ্য হচ্ছে। -বিজ্ঞপ্তি
×