ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর কামারকুড়ি স্কুলে শিক্ষক সঙ্কট পাঠদান ব্যাহত

প্রকাশিত: ০২:৪৬, ২৩ জানুয়ারি ২০১৫

নওগাঁর কামারকুড়ি  স্কুলে শিক্ষক সঙ্কট  পাঠদান ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ জানুয়ারি ॥ মান্দা উপজেলা সদরে অবস্থিত কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে গুরুত্বপূর্ণ ৪ শিক্ষকের পদ। প্রধান শিক্ষকের পদটিও শূন্য রয়েছে ১২ বছর ধরে। শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান কার্যক্রম চলছে অতিথি শিক্ষক দিয়ে। পরপর ৪ দফায় গঠিত এডহক কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠানের যাবতীয় কাজ। এতে শিক্ষকদের মাঝে সমন্বয়হীনতা চরম পর্যায়ে পৌঁছেছে। ধস নেমেছে পাঠদান কার্যক্রমে। জানা গেছে, ওই বিদ্যালয়ের বিজ্ঞান, ইংরেজি ও শরীরচর্চা শিক্ষক অবসরে যাওয়ায় পদগুলো শূন্য হয়ে পড়ে। এছাড়া কম্পিউটার বিষয়ের শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ নেয়ায় এ পদটিও শূন্য হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও শূন্য পদগুলোতে কোনো শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। এতে বিদ্যালয়টিতে চরম শিক্ষক সঙ্কট দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের পদ শূন্য ও পরিচালনা কমিটি না থাকায় সৃষ্ট জটিলতা নিরসন হচ্ছে না। এদিকে শূন্যপদে শিক্ষক নিয়োগ না দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম চারজন অতিথি শিক্ষক এনে পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছেন।
×