ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদমদীঘিতে চলছে জলাশয় দখলের মহোৎসব

প্রকাশিত: ০৪:০২, ২৩ জানুয়ারি ২০১৫

আদমদীঘিতে চলছে জলাশয় দখলের মহোৎসব

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২২ জানুয়ারি ॥ মৎস্য ভা-ার বলে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুরসহ উপজেলার অন্যান্য ইউনিয়নে অবস্থিত খাস পুকুর ও জলাশয় নামেমাত্র লীজ গ্রহণ করে এক শ্রেণীর ভূমিদস্যু মাটি ফেলে ভরাট করে আকার পরিবর্তন করার মধ্য দিয়ে দখলের মহোৎসব চালাচ্ছে। এতে করে বিপুল পরিমাণ খাস খতিয়ানভুক্ত পুকুর ও জলাশয় বেহাত হওয়ার পথে। জানা গেছে, আদমদীঘি উপজেলায় শুধু চাঁপাপুর ইউনিয়নে দুই শতাধিক খাস পুকুর ও জলাশয়সহ বিপুল পরিত্যক্ত সম্পত্তি রয়েছে। এর মধ্যে বড়িয়াবার্তা মৌজার ছাতারবাড়ি এলাকার চৌধুরীগাড়ী, দীঘিনালা, ছোট দীঘিনালা, মুরাগাছাগাড়ী, ছোট মুরাগাছা, বেড়া চাপড়া, কানাইগাড়ী, মরাগাড়ীসহ বিভিন্ন গ্রামে বিপুল সরকারী খাস পুকুর ও জলাশয় রয়েছে। ভূমিদস্যু শ্রেণীর ব্যক্তিবর্গ নামেমাত্র লীজ নিয়ে নিজ হেফাজতে রেখে ভরাট করার মাধ্যমে সম্পত্তির আকার পরিবর্তন করে ভোগ দখল করে আসছে। কেউ কেউ এসব খাস পুকুর ও জলাশয় এবং অন্য শ্রেণীর সম্পত্তির জাল দলিল তৈরি করে নিজ অথবা পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করে থাকে। সরেজমিনে দেখা গেছে, এসব পুকুর ও জলাশয় মাটি দিয়ে ভরাট করে কেউ বসতবাড়ি, বাঁশঝাড়, কেউবা আবার ফসলি জমি তৈরি করে তাতে ফসল আবাদ করছেন। খাস পুকুর ও জলাশয় এবং অন্য শ্রেণীর জমির দখলোৎসব অন্যান্য ইউনিয়নেও চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার মোঃ আরিফুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। তদন্তে তাঁদের অজ্ঞাতে হওয়া কিছু দখলবাজি ঘটনার সত্যতা মিলেছে। ইতোমধ্যে ৭ জনকে নোটিস প্রদান করা হয়েছে। সন্তোষজনক কাগজ-পত্র দেখাতে ব্যর্থ হলে তাদের লীজ বাতিল এবং ভরাট পুকুর ও জশালয় পূর্বের অবস্থায় নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×