ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানির পেজিডা প্রধানের পদত্যাগ

প্রকাশিত: ০৪:২২, ২৩ জানুয়ারি ২০১৫

জার্মানির পেজিডা প্রধানের পদত্যাগ

জার্মানির ‘ইসলামিকরণবিরোধী’ আন্দোলন (পেট্রিয়টিক ইউরোপিয়ানস এগেনস্ট দ্য ইসলামাইজেশন অব দ্য ওয়েস্ট) পেজিডার প্রধান লুৎজ বাখম্যান পদত্যাগ করেছেন। হিটলারের মতো সেজে ছবি তোলা ও ফেসবুকে শরণার্থীদের নিয়ে করা বিরূপ মন্তব্যের জের ধরে সৃষ্ট বিতর্কে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। খবর বিবিসির। ফেসবুকে করা মন্তব্য বাখম্যান শরণার্থীদের ‘পশু’ ও ‘স্কামবাগ’ বা নিচু বলেছেন। শরণার্থীদের নিয়ে এসব মন্তব্যের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করলেও হিটলারের মতো করে আঁচড়ানো চুল ও গোঁফ নিয়ে তোলা নিজের ছবির ব্যাপারে কোন মন্তব্য করেননি। পেজিডার মুখপাত্র ক্যাথরিন ওয়ের্তেল বলেছেন, শরণার্থীদের নিয়ে করা মন্তব্যটি বাড়াবাড়ি হয়ে গেছে।
×