ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৬ তলা আবাসিক ভবন উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৮, ২৪ জানুয়ারি ২০১৫

ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৬ তলা আবাসিক ভবন উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংস্থার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের লক্ষ্যে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর মিরনজিল্লাতে ৬ তলা বিশিষ্ট কমিউনিটি সেন্টার-কাম আবাসিক ভবন শুক্রবার উদ্বোধন করা হয়। এলজিআরডি প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গা এমপি শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, কর্পোরেশনের প্রশাসক ড. শওকত মোস্তফা, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান, প্রধান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্মিত এ কমিউনিটি সেন্টার-কাম আবাসিক ভবনের নিচতলা ও দোতলায় ২টি কমিউনিটি সেন্টার এবং পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের জন্য ২০টি ফ্ল্যাটসহ নানাবিধ সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। -বিজ্ঞপ্তি।
×