ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারত সফরে স্বপ্নদল

প্রকাশিত: ০৫:৩০, ২৪ জানুয়ারি ২০১৫

ভারত সফরে স্বপ্নদল

স্টাফ রিপোর্টার॥ দলের অন্যতম দুটি প্রযোজনার তিনটি মঞ্চায়নের লক্ষ্যে ভারত সফরে গেল দেশের অন্যতম নাট্য সংগঠন স্বপ্নদল। ভারতের দিল্লীতে অনুষ্ঠিতব্য ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ১৭তম ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’ এবং কলকাতায় কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্রকে উৎসর্গীকৃত দ্বিতীয় ‘বাঙলা নাটকের উৎসব-২০১৫’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে নাট্যসংগঠন স্বপ্নদল। এ দুটি গুরুত্বপূর্ণ উৎসবে অংশগ্রহণের জন্য গতকাল শুক্রবার ৪০ সদস্যের দল নিয়ে ভারতে সফরের উদ্দেশে রওয়ানা দেয় সংগঠনটি। দলসূত্রে জানা গেছে, ভারত রঙ মহোৎসবে আগামী ২ ফেব্রুয়ারি দিল্লীর অভিমঞ্চ মিলনায়তনে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ এবং বাঙলা নাটকের উৎসবের আজ শনিবার উদ্বোধনী দিনে বেলঘরিয়ার কামারহাটি নজরুল মঞ্চে ‘স্পার্টাকাস’ মঞ্চস্থ হবে। দুটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এছাড়া আগামী ২৭ জানুয়ারি সূচনা নাট্যদলের ব্যবস্থাপনায় বগুলাতে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের আরেকটি প্রদর্শনী হবে। প্রসঙ্গত, ভারতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’-এর আয়োজন করেছে দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)। আন্যদিকে ‘বাঙলা নাটকের উৎসব-২০১৫’-এর আয়োজক কলকাতার ‘প্রাচ্য’ নাট্যদল। আর বাংলাদেশ থেকে স্বপ্নদলকে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারেরর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
×