ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ভাওয়াইয়া কর্মশালার সমাপনী

প্রকাশিত: ০৫:৩০, ২৪ জানুয়ারি ২০১৫

শিল্পকলায় ভাওয়াইয়া কর্মশালার সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান ধারা ভাওয়াইয়া গানের যথাযথ সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ঢাকায় শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে পঞ্চগীতিকবির ভাওয়াইয়া গানের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে আজ শনিবার সন্ধ্যা ৬টায় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিটিভির ডিজি কাজী আখতার উদ্দিন আহমেদ। বক্তব্য রাখবেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ শাওকাত ফারুক। আলোচনা ও সনদপত্র বিতরণ শেষে রয়েছে ভাওয়ইয়া সন্ধ্যা। প্রসঙ্গত, গত ২ জানুয়ারি বৃহত্তর রংপুর অঞ্চলের নয়টি জেলার বাছাইকৃত ভাওয়াইয়া শিল্পী, যন্ত্রী ও ভাওয়াইয়া সংগঠনগুলোকে নিয়ে দিনব্যাপী ভাওয়াইয়া গান পরিবেশন ও সমীক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়া এ বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সম্প্রতি শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে আয়োজন করা হয় এ বিষয়ক দ্বিতীয় বৈঠক।
×