ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাট্যকার জুয়েলের তিনটি বই

প্রকাশিত: ০৫:৩১, ২৪ জানুয়ারি ২০১৫

নাট্যকার জুয়েলের তিনটি বই

সংস্কৃতি ডেস্ক ॥ আগামী একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে উদীয়মান তরুণ নাট্যকার ও সাহিত্যিক জিল্লুর রহমান জুয়েলের তিনটি বই। এর মধ্যে দুটি গল্পের বই এবং একটি উপন্যাস। গল্পের বই দুটি হলো ‘অভিমানী’ ও ‘মায়া’ এবং উপন্যাসের নাম ‘সাগরের বুকে’। তিনটি বই প্রকাশ করছে শিজু প্রকাশনী। গত বছর লেখকের প্রথম গল্পগ্রন্থ ‘কখনো ভাবিনি’ গ্রন্থটি প্রকাশ করে হিমু প্রকাশন। একই বছর একুশে বই মেলায় তাঁর ‘নীল চন্দ্রিমা’ ও ‘আদর’ দুটি উপন্যাস প্রকাশ করে শব্দ শিল্প। জুয়েল ‘বাংলাদেশ সাহিত্য স্বপ্ন’ নামে একটি মাসিক সাহিত্য সংকলন সম্পাদনা করছেন। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাই গ্রামের সন্তান জুয়েল। নবম শ্রেণীতে অধ্যয়নকালে তাঁর রচনায় এবং পরিচালনায় মঞ্চ নাটক ‘জাগরণ’ ‘শয়তানের ছোবল’ ও ‘তালেব মাস্টার’ মঞ্চস্থ হওয়ার পর প্রশংসিত হয়।
×