ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ূ৩০. ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হল- র. এটিএম রর. ইন্টারনেট ব্যাংকিং ররর. কল সেন্টার নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩১. সরকার এবং রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি? ক) ৭ টি খ) ৬ টি গ) ৫ টি ঘ) ৪ টি ৩২. সরকারকে অর্থ ব্যয় করতে হয়- র রাস্তাঘাট নির্মাণে রর সরকারি প্রতিষ্ঠানে ররর বেসরকারি প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. একটি প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্যে যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে কী বলে? ক) পারিবারিক অর্থায়ন খ) সমবায় অর্থায়ন গ) সরকারি অর্থায়ন ঘ) ব্যবসায় অর্থায়ন ৩৪. শেয়ার বিক্রয়ের মাধ্যমে সয়গৃহীত তহবিলের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপকের জন্য গুরূত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে- র প্রত্যাশিত হারে মুনাফা অর্জন রর লভ্যাংশ পরিমাণ সুদ প্রদান ররর নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৫. ব্যবসায় প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে থাকে- র. গরমিল রর. বিচ্যুতি ররর. অনিশ্চয়তা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. কোনটি হোসেন আলীর খামার স্থাপনে ঝুঁকির সৃষ্টি করেছে? ক) বিচ্যুতি খ) অনিশ্চয়তা গ) পরিবেশ ঘ) ব্যর্থতা ৩৭. সঠিক সিদ্ধান্ত হবে- র. বেশি বিচ্যুতি অধিক ঝুঁকি রর. কম বিচ্যুতি কম ঝুঁকি ররর. কম বিচ্যুতি বেশি ঝুঁকি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ৩৮. লিজ নেয়ার বিপরীতে লিজিং কোম্পানিকে কী পরিশোধ করতে হয়? ক) ভাড়া খ) সুদ গ) কর ঘ) মুনাফা উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: জনাব নোবেল একটি বেসরকারি জাহাজ কোম্পানিতে চাকরি করেন। * তিনি তার সঞ্চিত টাকা সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাবে রাখতে চান। এক্ষেত্রে সুদের হার শতকরা ৮ ভাগ। কিস্তু তাঁর স্ত্রী মৌ তাকে জানাল তার বাবার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জমির মূল্য দশ বছরে দ্বিগুণ হবে। তাই তিনি ব্যাংকে টাকা না রেখে জমি কেনার পক্ষপাতী। ৩৯. ব্যবসায় পতিষ্ঠানে ঝুঁকির সৃষ্টি হয় কোথা থেকে? ক) বিনিয়োগ থেকে খ)ব্যবসায় থেকে গ) বিচ্যুতি থেকেঘ) গড়মিল থেকে ৪০. কেন্দ্রীয় ব্যাংক যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন এর প্রধান কাজ ছিল- র. নোট ও মুদ্রার প্রচলন রর. সরকারের পক্ষে অর্থ সংগ্রহ ররর. হিসাব সংরক্ষণ ও জমা রাখা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (গ) ৪. (খ) ৫. (খ) ৬. (গ) ৭. (খ) ৮. (গ) ৯. (গ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ঘ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (গ) ২৯. (ঘ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (ঘ)
×