ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন সেনারা

প্রকাশিত: ০২:৩৬, ২৬ জানুয়ারি ২০১৫

সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন সেনারা

সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে মার্কিন সামরিক বাহিনীর একটি অগ্রবর্তী দল আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে গিয়ে পৌঁছাবে বলে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে। পেন্টাগনের প্রেস সচিব এ্যাডমিরাল জন কিরবি শুক্রবার জানান, এই দলের বেশিরভাগ সৈন্যই বিশেষ অভিযান পরিচালনায় দক্ষ এবং গত সপ্তাহে কর্তৃপক্ষ তাদের সিরিয়া যাওয়ার অনুমতি দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন বাহিনী সিরিয়ার বাইরের দেশগুলোতে পৌঁছাবে এবং কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশ’ সামরিক প্রশিক্ষক মোতায়েন করা হবে। মার্কিন কর্তৃপক্ষ প্রশিক্ষণ কার্যক্রমে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) হুমকিকে সামনে রেখে কাজ করবে। কিরবি বলেন, মার্কিন বিমান হামলার সহায়তায় বর্তমানে কুর্দি বাহিনী কোবানির ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। মার্কিন বাহিনীর এই দলটি প্রায় একশ’ সৈন্যকে প্রশিক্ষণ দেয়া যায়, এমন কয়েকটি প্রশিক্ষণ সাইটে পৌঁছাবে। সেখানে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং পরবর্তী প্রশিক্ষক মোতায়েনের প্রস্তুতি নেবে। এ্যাডমিরাল বলেন, প্রশিক্ষণ দিতে সৈন্য রিক্রুট করা শুরু না হলেও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠক হয়েছে। বিশেষ বাহিনীর প্রধান মেজর জেনারেল মাইকেল নাগাটার নেতৃত্বে প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে। এ বছরের বসন্তে প্রশিক্ষণ শুরু হবে এবং প্রশিক্ষণপ্রাপ্তরা বছরের শেষের দিকে সিরিয়ায় ফিরে যাবে। আগামী তিন বছরে পাঁচ হাজার সিরিয়ার যোদ্ধাকে এক বছর মেয়াদে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করেছে মার্কিন কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
×