ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন কোম্পানির বার্ষিক সভা ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ০২:৪৩, ২৬ জানুয়ারি ২০১৫

তিন কোম্পানির বার্ষিক  সভা ফেব্রুয়ারিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত-জ্বালানি খাতের যমুনা অয়েল ও পদ্মা অয়েল কোম্পানি ও ইস্টার্ন ক্যাবলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, যমুনা অয়েলের এজিএম আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন হোটেল আগ্রাবাদ, আগ্রাবাদ সি/এ, চিটাগংয়ে এই এজিএম অনুষ্ঠিত হবে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। পদ্মা অয়েলের এজিএম ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন কোম্পানির কারখানা প্রাঙ্গণ, গুপ্তখাল, চিটাগং এ এই এজিএম অনুষ্ঠিত হবে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ইস্টার্ন কেবলের এজিএমও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণ, পতেঙ্গা, চিটাগংয়ে এজিএম অনুষ্ঠিত হবে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
×