ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে টেন্ডার না পেয়ে পিআইও অফিস ভাঙচুর, কর্মকর্তা লাঞ্ছিত

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জানুয়ারি ২০১৫

মাদারীপুরে টেন্ডার না পেয়ে পিআইও অফিস ভাঙচুর, কর্মকর্তা লাঞ্ছিত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ জানুয়ারি ॥ টেন্ডার না পেয়ে রবিবার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও অফিস সহকারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এই ঘটনায় অফিস সহকারী বজলুর রহমানকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, মাদারীপুর সদর উপজেলার ত্রাণ শাখার ১ কোটি ৩০ লাখ টাকার ৬টি সেতু-কালভার্ট নির্মাণ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এ কাজে এ.এ ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কিন্তু তাদের কাগজপত্র সঠিক না থাকায় বাদ পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় রাসেল ও উচ্ছ্বাস নামে দুই যুবক অফিসে হামলা করে অফিস সহকারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অফিসের ফাইলপত্র ফেলে দেয় এবং গ্লাস ভাংচুর করে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আহসান জানান, ‘গত ২০ জানুয়ারি উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও বিভিন্ন ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে অন্য ঠিকাদার কাজ পায়।
×