ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোমাঞ্চকর জয় উইন্ডিজের

প্রকাশিত: ০৮:২৩, ২৬ জানুয়ারি ২০১৫

রোমাঞ্চকর জয়  উইন্ডিজের

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট এলিজাবেথে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে স্বাগতিক প্রোটিয়ারা। জবাবে ৭৩ রানে ৫ উইকেট হারানো সত্ত্বে¡ও ক্যারিবীয়দের জয়ের রূপকার মারলন স্যামুয়েলস ৯৩ বলে ৬৮, ড্যারেন সামি ৫২ বলে ৫১ ও যার কথা বিশেষ করে না বললেই নয়, আট নম্বরে নামা সেই আন্দ্রে রাসেল ৪০ বলে ৫ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৪ রানের ড্যাশিং ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৪৮.৩ ওভারে ৯ উইকেটে ২৬৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করল ক্যারিবীয়রা। সেঞ্চুরিয়নে পঞ্চম ও শেষ ম্যাচ বুধবার। এর আগে ডেভিড মিলারের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে আড়াই শতাধিক রানের চ্যালেঞ্জ গড়ে দক্ষিণ আফ্রিকা। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা প্রোটিয়াদের ফাইটিং স্কোরের রূপকার সেঞ্চুরিয়ান ডেভিড মিলার। পাঁচ নম্বরে নেমে ১৩০ রানে অপরাজিত থাকেন ২৫ বছর বয়সী নাটাল হিরো। ৬২তম ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ জেপি ডুমিনির। ওপেনার মরনে ভ্যানউক ১৮, অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ১৯ ও ফারহান বিহারদিয়ান ১২ রান করে সাজঘরে ফেরেন। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ২৬২/৮ (৫০ ওভার; মিলার ১৩০*, ডুমিনি ৪৩; হোল্ডার ৪/৫৩, কটরেল ২/৩৯) ওয়েস্ট ইন্ডিজ ২৬৬/৯ (৪৮.৩ ওভার; রাসেল ৬৪*, স্যামুয়েলস ৬৮, সামি ৫১; বিহারদিয়ান ২/২১, ডুমিনি ২/২৯) ফল ॥ ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে জয়ী। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-১ এ এগিয়ে।
×