ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামায়াত-শিবির ক্যাডাররাই চট্টগ্রামে সহিংসতায় তৎপর

প্রকাশিত: ০৫:০৮, ২৭ জানুয়ারি ২০১৫

জামায়াত-শিবির ক্যাডাররাই চট্টগ্রামে সহিংসতায় তৎপর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীতে বিক্ষিপ্তভাবে বোমা হামলা, জ্বালাও পোড়াওসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছে জামায়াত-শিবির ক্যাডাররা। রবিবার নগরীর তিনপোল মাথা এলাকায় বোমা নিক্ষেপ করে পলায়নকালে গণধোলাইয়ের শিকার শিবির ক্যাডার সাব্বির হোসেন নকিবের দেয়া জবানবন্দীতে এ তথ্য উঠে এসেছে। ওই দিন তার সঙ্গে আরও দুই ক্যাডার ছিল। এদের একজন চট্টগ্রাম সরকারী মহসিন কলেজের শিবির সভাপতি নাছির। অন্যজনের নাম সে জানাতে পারেনি। নগরীর বিভিন্ন মোড়ে জামায়াত-শিবির ক্যাডাররা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ দলে অপতৎপরতা চালাতে তৎপর রয়েছে বলে নকিব পুলিশের কাছে স্বীকার করেছে। ২০১৩ সালে নকিব বোমা হামলা ঘটনায় আরেকবার গ্রেফতার হয়েছিল। প্রায় ৭ মাস জেল খেটে সে জামিনে বেরিয়ে এসে একই কর্মে লিপ্ত হয়েছে। পুলিশ জানায়, তার এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের ওপর মামলা রুজু করে তাকে ও অপর দুজনকে আসামি করা হয়েছে। মহসিন কলেজ শিবির সভাপতি নাছিরকে ধরতে রবিবার রাতেই বিভিন্ন মেস ও কলেজ হোস্টেলে অভিযান চালিয়েছি। কিন্তু তাদের পাওয়া যায়নি। এদিকে, সিএমপি সূত্রে জানানো হয়েছে, জ্বালাও পোড়াওর মাধ্যমে নাশকতা সৃষ্টিকারী, জঙ্গী মিছিল সমাবেশকারী এবং এ ধরনের ঘটনায় অর্থায়নকারী কারাÑ এ তিন ক্যাটাগরিতে সিএমপির পক্ষ থেকে তালিকা তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২-৩ দিনের মধ্যে তালিকা সম্পন্ন করে ওয়ার্ডও গলিভিত্তিক অভিযান পরিচালিত হবে। সিএমপির কেন্দ্রস্থল কোতোয়ালি থানা এলাকায় ইতোমধ্যে ৫ শতাধিক সন্ত্রাসীর তালিকা করা হয়েছে। অনুরূপভাবে অপর ১৫ থানায়ও তালিকা তৈরি প্রায় সমাপ্তের পথে। এরপরে চলবে দিবা-রাত্রির গ্রেফতার অভিযান। গ্রেফতারের পর এদেরকে আইনের আওতায় শাস্তির বিধান করতে সিএমপি প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।
×