ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢামেক বার্ন ইউনিটকে আরও ৫০ লাখ টাকা দেবে বিভিন্ন ব্যাংক

প্রকাশিত: ০৭:২৫, ২৭ জানুয়ারি ২০১৫

ঢামেক বার্ন ইউনিটকে আরও ৫০ লাখ টাকা দেবে বিভিন্ন ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বিভিন্ন ব্যাংক ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটকে আরও ৫০ লাখ টাকা দেবে। তিনটি বার্ন ট্যাঙ্ক ও এক শ’ শয্যার পৃথক ইউনিট স্থাপন এবং জরুরী চিকিৎসা সামগ্রী কেনার জন্য এ অর্থ দেয়া হবে। ব্যাংকগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আওতায় এসব অর্থ দেবে তারা। এর আগে গত বছর বার্ন ইউনিটের সক্ষমতা বাড়াতে ব্যাংকগুলোর উদ্যোগে এক কোটি টাকা দেয়া হয়েছিল। অনুদান বিষয়ে বার্ন ইউনিট কর্তৃপক্ষের সঙ্গে সোমবার বাংলাদেশ ব্যাংকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্বনর এস কে সুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবতৈনিক উপদেষ্টা ড. সামন্তলাল সেন, বিভাগীয় প্রধান ড. মো.ঃ আবুল কালাম এবং ড. হিমুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে চলমান অবস্থায় পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ রোগীকে নানাবিধ সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অনেক ক্ষেত্রে দ্রুত ও কার্যকর সেবা দেয়া যাচ্ছে না। বার্ন ইউনিট কর্তৃপক্ষ তাদের নিজস্ব উৎস ছাড়াও বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে সহায়তা হিসেবে পাওয়া ওষুধসামগ্রী দিয়ে চিকিৎসা করছেন। এমন পরিস্থিতিতে বার্ন ইউনিটের ভূমিকা ও গুরুত্ব বিবেচনায় ব্যাংক খাতের উদ্যোগে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা দেয়া হবে। এ ছাড়াও প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউট স্থাপনে ব্যাংকিং খাতের সামাজিক দায়বদ্ধতার আওতায় যথাযথ আর্থিক অনুদানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে এতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মঃ মাহফুজুর রহমান বলেন, গত বছর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা বাড়ার পর বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগে এক কোটি টাকার মতো দেয়া হয়েছিল। এখন প্রাথমিকভাবে আরও ৫০ লাখ টাকা অনুদান দেয়া হবে। তবে অনুদানের পরিমাণ আরও বাড়তে পারে।
×