ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেন্ডার ছাড়াই বিদ্যুত খাতে কেনাকাটার বিধানের মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৭:২৩, ২৮ জানুয়ারি ২০১৫

টেন্ডার ছাড়াই বিদ্যুত খাতে কেনাকাটার বিধানের মেয়াদ বাড়ল

সংসদ রিপোর্টার ॥ দরপত্র ছাড়াই বিদ্যুত ও জ্বালানি খাতের কেনাকাটার জন্য বিশেষ বিধানের মেয়াদ আরও ৪ বছর বাড়ানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে এ সংক্রান্ত বিল ‘বিদ্যুত ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০১৫’ পাস হয়েছে। এছাড়া সংসদে ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত গবেষণা কাউন্সিল আইন- ২০১৫’ নামের অপর একটি বিলও পাস হয়েছে। যে আইনের আওতায় স্বতন্ত্র জ্বালানি ও বিদ্যুত গবেষণা কাউন্সিল গঠন করা হবে। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে বিল দু’টি পাসের প্রস্তাব উত্থাপন করেন বিদ্যুত, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে বিল দু’টি কন্ঠভোটে পাস হয়। বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা বিল দু’টি পাসের আগে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিল দু’টি পাসের ফলে বিদ্যুত ঘাটতি মোকাবেলাসহ এই খাতের ব্যাপক উন্নয়ন করা সম্ভব হবে বলে বিদ্যুত প্রতিমন্ত্রী সংসদে দাবি করেছেন।
×