ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাউরুটির মধ্যে গান পাউডার ॥ আটক দুই আসামির স্বীকারোক্তি

প্রকাশিত: ০৭:৩৩, ২৮ জানুয়ারি ২০১৫

পাউরুটির মধ্যে গান  পাউডার ॥ আটক  দুই আসামির  স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পাউরুটির মধ্যে লুকিয়ে ৪শ’ গ্রাম গান পাউডার ও সালফার উদ্ধারের ঘটনায় গ্রেফতার সৈয়দ মোঃ আবদুল হাইউল এবং আবু সাঈদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে তাদের জবানবন্দী রেকর্ড করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় বাসযোগে ঢাকা থেকে এসে শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে নামার পর তাদের হাতে থাকা একটি পাউরুটির ভেতরে লুকিয়ে রাখা ২টি পলিথিনে মোড়ানো ৪শ’ গ্রাম বিস্ফোরকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকতৃ সৈয়দ মোঃ আবদুল হাইউল (২৩) ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার ফারহাদ হোসেনের এবং আবু সাঈদ (২০) একই এলাকার আবুল হাশেমের ছেলে। উদ্ধার করা বিস্ফোরকগুলোর মধ্যে একটি পলিথিনে গান পাউডার এবং অপর পলিথিনে সালফার ছিল।
×