ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা দেশের ‘শত্রু’ ॥ চিলাহাটি-ঢাকা ট্রেন সার্ভিস উদ্বোধনীতে রেলমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫২, ২৯ জানুয়ারি ২০১৫

খালেদা দেশের ‘শত্রু’ ॥ চিলাহাটি-ঢাকা ট্রেন সার্ভিস উদ্বোধনীতে রেলমন্ত্রী

তাহমিন হক ববি, চিলাহাটি সীমান্ত থেকে॥ বিএনপির ডাকা লাগাতার চলমান অবরোধ হাজার হাজার নারী পুরুষসহ আবাদ বৃদ্ধ বণিতাকে রুখতে পারেনি। সবার কন্ঠে ধ্বনি থেকে প্রতিধ্বনির সেøাগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে। দীর্ঘদিনের দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির অংশ হিসাবে দেশের সর্ব উত্তরের সীমান্ত নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ঢাকার পথে বিলাসবহুল আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের সম্প্রসারণ যাত্রা শুরু হলো। নীলফামারীর ডোমার-ডিমলা-জলঢাকা ছাড়াও পঞ্চগড় জেলার বোদা-দেবীগঞ্জ এলাকার মানুষজনের বাঁধভাঙ্গা জোয়ার ছিল চিলাহাটি রেলস্টেশনে। ট্রেনটি চলাচলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলমন্ত্রী মজিবুল হক এমপি। পুনর্বাসনকৃত সৈয়দপুর-চিলাহাটি সেকশনের আন্তঃনগর নীলসাগর ট্রেনের সার্ভিস সম্প্রসারণ উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগণের উন্নয়নের রাজনীতি করছেন। আর ক্ষমতা দখলের জন্য খালেদা জিয়া লাগাতার অবরোধের নামে দেশ ধ্বংসের পাঁয়তারায় মানুষহত্যায় মেতে উঠেছেন। তাই তিনি দেশের সকল জানমাল রেলের সম্পদ রক্ষায় কথিত খালেদার আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। রেলমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময় কোন উন্নয়ন না করে বরং ৭১’র পরাজিত শক্তি পাকিস্তানী বিশ্বাসীদের প্রত্যক্ষভাবে আস্কারা দিয়েছেন এবং দিচ্ছেন। যার কারণে বিএনপির গুন্ডা আর জামায়াত শিবির নাশকতা, ধ্বংসাত্মক কর্মকা-ে লিপ্ত রয়েছে। রেলমন্ত্রী, খালেদা জিয়াকে দেশের ‘শত্রু’ অ্যাখ্যা দিয়ে বলেন, ঘরে বসে বিএনপির গুন্ডা আর জামায়াত শিবিরের সন্ত্রাসীদের নির্দেশ দিয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করছেন। চলমান অবরোধের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের সম্পৃক্ততা নেই এমনকি আন্দোলনে তাদের কোন নেতা কর্মী রাজপথে না থাকায় পরিকল্পিতভাবে সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা হামলা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোন রাজনীতি হতে পারে না। রেলের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আলাদা মন্ত্রণালয় গঠন করে মানুষের সেবা নিশ্চিত করছেন। চলমান ২১টি প্রকল্প বাস্তবায়ন হলে সারাদেশের মানুষ আধুনিক মান সম্মত সেবা নিয়ে নিরাপদে রেলে যাতায়াত করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।
×