ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ডিজেল প্লান্টে উৎপাদিত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:০১, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ ডিজেল প্লান্টে উৎপাদিত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত

সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট (বিডিপি) লিমিটেডের ব্যবসার কলেবর বৃদ্ধি, এবং প্রসার বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের ওপর এক প্রদর্শনী মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজন করা হয়। সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল এবং ডিজেল প্লান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, এনডিসি, পিএসসি এবং বিডিপির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী, এএফডব্লিউসি, পিএসসি ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব মহোদয়গণ, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান ও উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, উপস্থিত ছিলেন। -আইএসপিআর বঙ্গভবনে নতুন ওয়েবসাইট উদ্বোধন বঙ্গভবনে বুধবার একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। এটি হলো িি.িনধহমধনযধনধহ.মড়া.নফ. রাষ্ট্রপতি আবদুল মোঃ হামিদ এই ওয়েবসাইট উদ্বোধন করেন। রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে জানান, ‘বঙ্গভবন সংক্রান্ত সব তথ্য, বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারী বাসভবন ও অফিসের তথ্য এখন এই ওয়েবসাইটে পাওয়া যাবে।’
×