ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গীতিকার গোবিন্দ হালদার স্মরণানুষ্ঠান

প্রকাশিত: ০৬:১৯, ২৯ জানুয়ারি ২০১৫

গীতিকার গোবিন্দ হালদার স্মরণানুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় গীতিকবি পরিষদের উদ্যোগে সম্প্রতি শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনারকক্ষে গোবিন্দ হালদার স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেনÑ কবি আসাদ চৌধুরী, কবি কাজী রোজী এমপি, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, ভারতের চলচ্চিত্র নির্মাতা জয়ন্ত কু-, কবি আসলাম সানী প্রমুখ। জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি এমআর মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে গোবিন্দ হালদারকে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেন কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, বাংলা একাডেমির উপ-পরিচালক আবৃত্তিশিল্পী ড. শাহাদাত হোসেন নিপু, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি আয়াত আলী পাটওয়ারী, কবি হানিফ খান, কবি শাহাবুদ্দিন আহমেদ, কবি ফনিন্দ্রনাথ রায়, কবি সালেম সুলেরী, কবি নইম হাসান প্রমুখ। শেষে গোবিন্দ হালদারকে নিয়ে হানিফ খান নির্মিত ‘স্বাধীনতার গীতিকার গোবিন্দ হালদার’ শিরোনামে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সবশেষে গীতিকার গোবিন্দ হালদারের লেখা মুক্তিযুদ্ধের সমবেতভাবে গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ, শিল্পী সাবিনা লাকী, বিডি হৃদয়, রাজিয়া মুন্নী, জয়া। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় গীতিকবি পরিষদের যুগ্ম মহাসচিব তরুণ রাসেল।
×