ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘এ’ ক্যাটাগরিতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

প্রকাশিত: ০৫:১১, ৩০ জানুয়ারি ২০১৫

‘এ’ ক্যাটাগরিতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করেছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ১ ফেব্রুয়ারি রবিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। এই কোম্পানি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য, ওয়েস্টার্ন মেরিন গত ১৮ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে। আর ২০ জানুয়ারি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর্গন ডেনিমের রাইট আবেদন নাকচ অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের আর্গন ডেনিমস কোম্পানির রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। গত বছরের ৪ ফেব্রুয়ারি কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। পরবর্তীতে গত ২৪ এপ্রিল বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছ থেকে রাইট ছাড়ার অনুমোদন নেয়া হয়। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্মতি না দেয়ায় কোম্পানিটি এখন আর রাইট শেয়ার ছাড়তে পারবে না।
×