ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাণিজ্যমেলায় সন্তোষজনক ভ্যাট আদায়

প্রকাশিত: ০৫:১৩, ৩০ জানুয়ারি ২০১৫

বাণিজ্যমেলায় সন্তোষজনক ভ্যাট আদায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ হরতাল-অবরোধের মধ্যেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সন্তোষজনক ভ্যাট আদায় হচ্ছে। বাড়ছে কেনাকাটাও। দর্শনার্থী ও ক্রেতাদের আগ্রহ বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে মেলার সময় ১০ দিন বাড়িয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এতে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। তাঁরা বলছেন, হরতাল-অবরোধে যতটুকু ক্ষতি হয়েছে, সময় বাড়ানোর ফলে তা পুষিয়ে নেয়া সম্ভব হবে। জানা গেছে, বাণিজ্যমেলায় ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি এবারও ইতিবাচক ধারায় রয়েছে। মেলার ২৪তম দিন পর্যন্ত ভ্যাট আদায় হয়েছে ৬৫ লাখ ৭২ হাজার ৮৯৭ টাকা। এরমধ্যে দেশীয় ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ৫ লাখ ৫৮ হাজার ৯০৫ টাকা ভ্যাট প্রদান করেছে, যা একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে ফিট এ্যালিগ্যান্স ৫ লাখ ৫০ হাজার ৪৪০ টাকা। এছাড়া ২ লাখ ৮৬ হাজার টাকা ভ্যাট প্রদান করে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লী এ্যালুমিনিয়াম লিমিটেড। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ভ্যাট আদায়ের এ প্রবৃদ্ধি সন্তোষজনক। মেলায় এবার স্টলের সংখ্যা বেশি। তাই শেষদিন পর্যন্ত ভ্যাট আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
×