ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাগুরায় সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৫:১৩, ৩০ জানুয়ারি ২০১৫

মাগুরায় সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ বৃহস্পতিবার দুপুরে শহরের এম আর রোডে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান শাখা কার্যালয়ে মাগুরা শাখার পক্ষ থেকে দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা অর্ধশতাধিক দরিদ্র ও শীতার্ত নারী, পুরুষদের হাতে কম্বল তুলে দেন। ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী আসছেন ১৭ মার্চ অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করতে আগামী ১৭ মার্চ ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন। বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুল একজারের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ডেনমার্কের বাণিজ্যমন্ত্রীর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করতেই সে দেশের রাষ্ট্রদূত এসেছিলেন। ডেনমার্ক বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে দেশটি সহযোগিতা দিয়ে আসছে। ড্যানিশ দাতাসংস্থা ড্যানিডা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে সহায়তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। বর্তমানে ডেনমার্ক বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র মনে করছে জানিয়ে তিনি বলেন, ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১০ কোটি ডলার।
×