ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেলুন দিয়ে সজ্জা !

প্রকাশিত: ০৫:৩৫, ৩১ জানুয়ারি ২০১৫

বেলুন দিয়ে সজ্জা !

বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বিবাহ ও জন্মবার্ষিকীতে গেট ও ঘর সাজানোর প্রচলন রয়েছে। আমাদের দেশে গেট ও ঘর সাজানোর জন্য পূর্বে জরি ফিতার প্রচলন ছিল। এখন সেসব জায়গা দখল করে নিয়েছে বেলুন ও রঙ্গিন সোলা। আজকাল প্রায়ই দেখা যায়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও অনেক ক্ষেত্রেই সাজানোর জন্য বেলুন ব্যবহার করা হয়। এর মধ্যে দোকান বা অফিসের গেট ও বিশেষ কোন কক্ষ রয়েছে। ছবির শিশুটিও বাড়ির গেট সাজানোর জন্য বেলুন নিয়ে যাচ্ছে। রাজধানীর শাহবাগ থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×