ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকায় রবি শীর্ষে

প্রকাশিত: ০৫:৩৯, ৩১ জানুয়ারি ২০১৫

আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকায় রবি শীর্ষে

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বের টেলিযোগাযোগ কোম্পানিগুলোর মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে রবি। এছাড়া, সব খাত মিলিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অপারেটরটি। ২০১৪ সালের জুলাই থেকে রবি বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে । ব্যতিক্রমী এ অর্জনে গর্বিত রবি পরিবার। সোশ্যালবেকারস- আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সোশ্যাল নেটওয়ার্ক রিপোর্টিং কোম্পানি এই র‌্যাংকিংয়ের কাজটি করেছে। http:// www.socialbakers.com/resourcess/socially-devoted/Q4সাইটটিতে আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রম দেখা যাবে। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা ভেবে গ্রাহকদের রবির নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানাতে এই চ্যানেলটি ব্যবহার করা হচ্ছে। রবি তথ্য জানানোর পাশাপাশি গ্রাহকদের নানা আনন্দদায়ক কর্মকা- এবং বিশেষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে। বর্তমানে রবির ফেসবুক ফ্যান পেজে ফ্যানের সংখ্যা ২৭ লাখ ৪৬ হাজার ৯শ’ ৯২। Ñবিজ্ঞপ্তি
×