ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ফিরল মামুনুলবাহিনী

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ জানুয়ারি ২০১৫

ঢাকায় ফিরল মামুনুলবাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘এ’ গ্রুপ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২ ফেব্রুয়ারি প্রতিপক্ষ শ্রীলঙ্কার মুখোমুখি হতে সিলেট থেকে শুক্রবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ০-১ গোলে হেরে যায় মালয়েশিয়া অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের কাছে। শুক্রবার সিলেটে বাংলাদেশ দলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টা ৫০ মিনিটে নভএয়ারের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেয় মামুনুলবাহিনী। ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ওঠেন তারা। ২৯ জানুয়ারি শুরু হয় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ছয় জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে সর্বশেষ দল হিসেবে শুক্রবার বিকেলে বিমানযোগে ঢাকা আসে ১১০ ফিফা র‌্যাঙ্কধারী বাহরাইন অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দল। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ ফুটবলে অংশ নেয়ায় বাহরাইন দল বাংলাদেশে আসতে দেরি করল। এর আগে মঙ্গলবার সকালে আসে মালয়েশিয়া দল। বুধবার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর, রাত ৮টায় থাইল্যান্ড দল বাংলাদেশে আসে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকায় আসে শ্রীলঙ্কা দল। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে শনিবার মাঠে নামবে মালয়েশিয়ার বিপক্ষে। আর বাহরাইন রবিবার তাদের প্রথম ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন।
×