ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কথা বলার সময় নেই কলাপাড়ার কৃষকের

প্রকাশিত: ০৫:৫০, ৩১ জানুয়ারি ২০১৫

কথা বলার সময় নেই কলাপাড়ার কৃষকের

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, হাজারো কৃষক কোমর বেঁধে বোরোর আবাদে নেমেছেন। এক সময় যারা বাড়িতে এ মৌসুমে অলস সময় কাটাতেন তাদের এখন কথা বলার সুযোগ নেই। কেউ বা ক্ষেতে ট্রাক্টর চালাচ্ছে, কেউ সেচ পাম্প চালাচ্ছে। বীজতলায় চারা তুলছে কেউ আবার ক্ষেতে চারা রোপণ করছে। যেন অদম্য লড়াই করে কৃষকরা তাদের ভাগ্য বদলের প্রতিযোগিতায় নেমেছে। স্থানীয় কৃষি অফিসের দেয়া তথ্যানুসারে এ বছর কলাপাড়ার ১২টি ইউনিয়নে অন্তত দুই হাজার একর জমিতে বোরোর আবাদ হচ্ছে; যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। আর এর ফলে এখানকার কৃষক প্রায় সাড়ে তিন হাজার টন খাদ্যশস্য উৎপাদন করতে পারবে।
×