ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমল হোন্ডার

প্রকাশিত: ০৫:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৫

তৃতীয় প্রান্তিকে মুনাফা কমল হোন্ডার

অর্থনৈতিক রিপোর্টার ॥ এয়ারব্যাগে ত্রুটি ধরা পড়ায় গাড়ি প্রত্যাহারের কারণে তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে জাপানভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানি হোন্ডার। এর প্রভাবে পুরো বছরের মুনাফার পূর্বাভাস কমিয়েছে কোম্পানিটি। সিভিকস ও এ্যাকর্ডসসহ অন্যান্য পণ্যে কোম্পানিটি তাদের আগের পূর্বাভাস থেকে সরে এসেছে। পুরো বছরে তাদের নিট মুনাফা কমিয়েছে ৩.৫ শতাংশ। আর এ হিসেবে কোম্পানিটির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এক বছরে ৫৪ হাজার ৫০০ কোটি ইয়েন বা ৪৬০ কোটি মার্কিন ডলার। তৃতীয় প্রান্তিকে হোন্ডার নিট আয় ১৫ শতাংশ কমে দাঁড়ায় ১৩ হাজার ৬৫০ কোটি ইয়েন। প্রসঙ্গত, এয়ারব্যাগে ত্রুটির কারণে ৫ জন মানুষ মারা যাওয়ার ঘটনায় কোম্পানিটি বাজার থেকে লাখ লাখ গাড়ি প্রত্যাহার করতে বাধ্য হয়। কোম্পানিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ৭ কোটি ডলার জরিমানাও করে। গত ৯ মাসে হুন্ডার গাড়ি বিক্রি ৬.৩ শতাংশ বেড়ে যায়। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়ে যায় ৫ দশমিক ৩ শতাংশ।
×