ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানাপ্লাজার ক্ষতিগ্রস্তদের নিয়ে কর্মশালা

প্রকাশিত: ০৫:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৫

রানাপ্লাজার ক্ষতিগ্রস্তদের নিয়ে কর্মশালা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাভারে ধসেপড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ৪০ শ্রমিককে নিয়ে ধামরাইয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে ডেনিস দূতাবাস। শনিবার সকালে ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা শিল্পকারখানায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুগল এসকেয়ার। উদ্বোধনকালে বাংলাদেশকে নিজের ‘সেকেন্ড হোম’ আখ্যা দিয়ে রাষ্ট্রদূত বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সম্পর্কে ডেনমার্কবাসী অবগত। তারা ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে চান। তিনি আরও বলেন, আজকের কর্মশালা থেকে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ভাবনা ও তাদের চিত্র তুলে ধরে কিছু মেটাল ক্রাফট তৈরি করা হবে, যা আন্তর্জাতিকভাবে একটি সেমিনারে প্রদর্শনও করা হবে।
×