ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলনমেলা

প্রকাশিত: ০৫:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জের ইছাপুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিলনমেলা

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় ঐতিহ্যবাহী ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়। ‘এসো মিলি স্মৃতি-সুখের ঝরনা ধারায়’ সেøাগানে শনিবার এক ভিন্ন পরিবেশের তৈরি হয় সিরাজদিখান উপজেলার এই বিদ্যাপীঠ। স্মরণকালের জমকালো শোভাযাত্রায় হাতিসহ নানা রকমের ব্যানার ফেস্টুন ভিন্ন মাত্রা যুক্ত হয়। বিদ্যালয়ে শৈশবের ফেলে আসা নানা রঙের দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে অনেকই কাঁদলেন এবং অন্যদেরও কাঁদালেন, হাসালেন। সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রাটি উপজেলার ইছাপুরা বাজার, ইছাপুরা ইউপি কার্যালয়, ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে আবার স্কুল ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের বিশাল মাঠে সহপাঠীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উন্মুক্ত আড্ডা চলে। এরপর মঞ্চে ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ। বিকেলে পুনর্মিলনী ফলক উন্মোচন করা হয়। প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজক পরিষদের আহ্বায়ক আওলাদ হোসেন মৃধার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ড. কামাল আব্দুর নাসের চৌধুরী, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। প্রাক্তন ছাত্রী জয়িতা শ্যামলী আক্তার মঞ্চে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্কুল জীবনের দিনগুলো যদি আবার ফিরে পেতাম। ঐখানে সবাই বসে খেলতাম আর লবণ দিয়ে বাড়ি থেকে আনা কুলবরই খেতাম। অনেকেই আজ নেই। হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। অনেকের চেহারা পাল্টে গেছে। সেই সময়ের কথা ভাবলে কান্না চলে আসে।
×