ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে শিশুবন্ধন- ‘বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস চাই’

প্রকাশিত: ০৫:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৫

যশোরে শিশুবন্ধন-  ‘বারুদের গন্ধ নয়,  ফুলের সুবাস চাই’

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘বারুদের গন্ধ নয়, ফুলের সুবাস চাই-ঝলসানো মুখ নয়, শৈশব হোক আনন্দময়’ এ সেøাগানে সারাদেশে সহিংসতার প্রতিবাদে যশোরে শিশুবন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেট্রোলবোমায় শিশুসহ সাধারণ মানুষকে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে শনিবার বিকেলে চাঁদেরহাটের উদ্যোগে শহরের চিত্রামোড়ে শিশুবন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলের কোমলমতি শিশুদের পাশাপাশি শিক্ষক, অভিভাবকরাও সমবেত হন। মানববন্ধনে অংশগ্রহণকারী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণী আক্তার জানায়, আমাদের মতো ছোটদের যারা পুড়িয়ে মারে তাদের বিচার চাই। তাই আমরা বন্ধুরা মিলে এ অনুষ্ঠানে এসেছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী শেখ মুন্না জানায়, হরতাল অবরোধের দিনে ঘরের বাইরে বের হতে ভয় করে। হরতাল অবরোধে দগ্ধ শিশুর ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখিয়ে বলে, আমরাও যদি এমন পুড়ে যাই। তাই ভয় করে। শুধু মুন্না কিংবা শ্রাবণী নয় তাদের মতো শতাধিক কোমলমতি শিশু এ অনুষ্ঠানে যোগদান করে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন। শিশুবন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষাবিদ তারাপদ দাস, চাঁদেরহাটের সভাপতি রবিউল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস, উদীচীর সহ-সভাপতি মাহবুবুর রহমান মজনু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, চাঁদেরহাটের সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, স্পন্দনের সভাপতি শরিফুল ইসলাম, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শ্রাবণী সুর প্রমুখ।
×