ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলমান অবরোধেও লালমনিরহাটে রাজনৈতিক পরিস্থিতি শান্ত

প্রকাশিত: ০৩:৫৬, ২ ফেব্রুয়ারি ২০১৫

চলমান অবরোধেও  লালমনিরহাটে  রাজনৈতিক পরিস্থিতি শান্ত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১ ফেব্রুয়ারি ॥ দেশজুড়ে চলমান অবরোধ ও রাজনৈতিক অচলাবস্থায় লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলা ও তিনটি সংসদীয় আসনে রাজনৈতিক পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা রাজনীতির মাঠ ছেড়ে গা-ঢাকা দিয়ে রয়েছে। আরাফাত রহমান কোকোর গায়েবি জানাজায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুও উপস্থিত ছিলেন না। এই নিয়েও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার হতে জামায়াত-শিবিরের ক্যাডার হাফেজ গোলাম রব্বানী, ছাত্রদলের নেতা নোমান, জিশান, ইউপি সদস্য মোকছেদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। নেতাকর্মীর গ্রেফতার বিষয়ে হাতীবান্ধা উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি মোশাররফ হোসেন জানান, হাতীবান্ধার রাজনৈতিক অবস্থা শান্ত ও স্থিতিশীল রয়েছে। এখানে বিএনপি অহিংস রাজনীতি করছে।
×