ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে...

প্রকাশিত: ০৬:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৫

মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে...

কালের আবর্তে মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে। তবে এই শিল্পের অনুরাগী কিছু মানুষ এখনও একে টিকিয়ে রাখতে তাদের উদ্যোগ নিয়োজিত রেখেছেন। এমন একটি এলাকা হলো রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বর। জায়গাটি যেন হয়ে উঠেছে এক মৃৎশিল্প কেন্দ্র। এক সময় বাঙালীর দৈনন্দিন সব প্রয়োজনীয় তৈজসপত্রের সংস্থান হতো এই শিল্প থেকে। দোয়েল চত্বর এলাকায় কিছু নিবেদিতপ্রাণ জীবিকার তাগিদে এ শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×