ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাশকতার অভিযোগে মীরসরাই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত: ০৪:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০১৫

নাশকতার অভিযোগে মীরসরাই উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম/সংবাদদাতা, মীরসরাই ॥ চট্টগ্রামের মীরসরাইয়ে নাশকতার অভিযোগে বিএনপি নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আমিনকে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত চিঠি এসে পৌঁছে চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আসিফ ইকবাল। নাশকতার দায়ে নুরুল আমিনের বিরুদ্ধে মীরসরাই ও জোরারগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, বরখাস্তের বিষয়টি শুনেছি। কিন্তু এ সংক্রান্ত কোন দাফতরিক চিঠি এখনও পাইনি।’ মীরসরাই থেকে সংবাদদাতা জানান, ২০১৩ সালের শেষের দিকে এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় ৮টি মামলায় আসামি হন বিএনপি নেতা নুরুল আমিন। তবে বিএনপি’র একাধিক নেতার অভিযোগ, সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উল্লেখ্য, নুরুল আমিন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। নীলফামারীতে পল্লী বিদ্যুতের এজিএমসহ পাঁচজন লাঞ্ছিত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বকেয়া বিলের কারণে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুই গ্রাহকের হাতে পল্লী বিদ্যুত সমিতির এজিএম (ওএ্যান্ডএম) আবুল মুহিত চৌধুরীসহ ৫ জন লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা মাঝাপাড়া গ্রামে।
×