ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনামসজিদ মহাসড়কে পোর্টেবল ওয়েব্রিজ এক মাস পরেই বিকল

প্রকাশিত: ০৩:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০১৫

সোনামসজিদ মহাসড়কে পোর্টেবল ওয়েব্রিজ এক মাস পরেই বিকল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ি (গ্রামীণফোনের টাওয়ারের অদূরে) সড়ক ও জনপথ বিভাগের পোর্টেবল ওয়েব্রিজ মাত্র ১ মাস পরেই অচল হয়ে গেছে। গত ২৮ আগস্ট ২০১৪ তৎকালীন যোগাযোগ মন্ত্রী (বর্তমানে সেতুমন্ত্রী) ওবয়দুল কাদের পোর্টেবল ওয়েব্রিজটি উদ্বোধন করেন। সূত্র মতে জানা যায়, ঐ ওয়েব্রিজ স্থাপন করতে প্রায় ৬৩ লাখ টাকা ব্যয় হয়েছিল। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অবঃ) রবিউল ইসলামের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ৬ চাকার ট্রাকগুলিতে ১৫ টন এবং ১০ চাকার গাড়িগুলিতে সাড়ে ২২ টন পণ্য পরিবহন করার জন্য উক্ত সড়কের বিভিন্ন স্থানে সাইনবোর্ড ঝুলিয়ে ট্রাক চালকেরা ৪০/৪৫ টন পর্যন্ত পণ্য পরিবহন করে থাকে। ফলে উক্ত সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় ফাটল, দেবে যাচ্ছে রাস্তা, এমনকি বিভিন্ন স্থানে খাদের সৃষ্টি হচ্ছে। এ সমস্ত ৪০/৪৫ টন পণ্য পরিবহনকারী ট্রাকগুলি শুধুমাত্র উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পরিবহন করছে। এ অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুও হুমকির মুখে। তাছাড়া ছোট ছোট কালভার্ট প্রায় ভেঙ্গে পড়ছে অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন থেকে সংশিষ্ট বিভাগের কাছে রাস্তার ঝুঁকিপূর্ণ স্থানে পোর্টেবল ওয়েব্রিজ বসানোর দাবি জানিয়ে আসছিল। যে পোর্টেবল ওয়েব্রিজ স্থাপন করা হয়েছিল তা ৪০ টন পর্যন্ত ওজন করার ক্ষমতা ছিল। কিন্তু পোর্টেবল ওয়েব্রিজের উপর দিয়ে ৫০ থেকে ৫৫ টনের গাড়ি ওজন করার কারণেই ঐ পোর্টেবল ওয়েব্রিজটি নষ্ট হয়ে যায়। কক্সবাজারে পঁয়ত্রিশ অনুপ্রবেশকারীকে মিয়ানমারে ফেরত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদর বিজিবি ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে মঙ্গল ও বুধবার দুইদিনে ৩৫ মিয়ানমার নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে। কক্সবাজার ১৭বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, ঘুমধুম সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার ১৬ ও বুধবার সকালে ১৯ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিককে আটক করেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও খাবার প্রদান শেষে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
×