ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবিতে শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৩:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০১৫

রাবিতে শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে একজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিবিরকর্মীর নাম মোসাদ্দেক, তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ও ওই হলের ১২৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহীদ হবিবুর রহমান হলের ছাদে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপর সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হলের ভিতরে নাশকতাবিরোধী মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে ছাত্রলীগ কর্মীরা হলের অতিথি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় হলের বাইরে কয়েকজন অচেনা ছেলেকে জড়ো হতে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পরিচয় ও আবাসিকতা জানতে চায়। এ সময় ১২৭ নম্বর কক্ষের শিক্ষার্থী মোসাদ্দেক তাদের ছাড়িয়ে নিতে আসেন। রাবিতে বিএনপি পন্থী শিক্ষকদের মৌন মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৌন মিছিল করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি কেবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক সামসুল আলম সরকার, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আজাহার আলী, অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক সিএম মোস্তফা, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ। না’গঞ্জে ছাত্রীকে চড় মারায় বখাটের কারাদণ্ড স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে এক স্কুলছাত্রীকে চড় মারায় এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম বখাটে যুবক বাবুকে(১৯) দোষী সাব্যস্ত করে এ রায় দেন। দ-িত বাবু ফতুল্লা থানার সবুজবাগ এলাকার হাসান মিয়ার ছেলে।
×