ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লার ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু, ২৫ যানবাহন ভাংচুর

প্রকাশিত: ০৫:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৫

কুমিল্লার ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু, ২৫ যানবাহন ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥ বিচ্ছিন্ন নাশকতার মধ্য দিয়ে বুধবার সারাদেশে অবরোধ ও হরতাল পালন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এদিকে কুমিল্লায় গত মঙ্গলবার যাত্রাবাহী বাসে পেট্রোল বোমা হামলায় সাতজন নিহত হওয়ার পর বুধবার বিকেলে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লার ঘটনায় আট জনের মৃত্যু হলো। এদিকে বুধবার অবরোধকারীরা সারাদেশে অন্তত ২৫টি যানবাহন ভাংচুর করেছে। অবরোধ-হরতালে সারাদেশের সঙ্গে ট্রেন ও লঞ্চের চলাচল ছিল স্বাভাবিক। মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। দেশের বিভিন্ন জেলায় খোলাবাজারে পেট্রোল অকটেন বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। ঢাকা ॥ বুধবার দুপুর একটার দিকে বিএনপির চলমান কর্মসূচীর সমর্থনে মিরপুর-১ নম্বর দিয়াবাড়ি এলাকায় ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর দুটোর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায় অবরোধ-হরতালকারীরা। তবে কোন মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল তা জানা যায়নি। এ সময় জনতা দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃত দুই যুবক নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেছে। বোমাবাজরাই পরিকল্পিতভাবে দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম। কুমিল্লা ॥ গত মঙ্গলবার ভোররাতে জেলার চৌদ্দগ্রামের মিয়াবাজারে জগমোহনপুর মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়ে মারা যান সাত যাত্রী। ওই ঘটনায় দগ্ধ হয়েছিলেন আরও ২৫ জন। দগ্ধদের মধ্যে ১০ জনকে ঢাকায় পাঠানো হয়। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাশেদুল বাদশার (৪২) মৃত্যু হয়। এ নিয়ে আট জনের মৃত্যু হলো। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধে একই সঙ্গে আট জনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত ১৪ জানুয়ারি রংপুরে বাসে পেট্রোল বোমায় পুড়ে ৫ জনের মৃত্যু হয়। চাঁদপুর ॥ জেলার হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা ইউনিয়ন কার্যালয়ের সম্মুখে বুধবার ভোরে একটি সিএনজিচালিত অটোরিক্সা পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। পুলিশ অন্তত ৫ জনকে আটক করেছে। বরগুনা ॥ মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার পাথরঘাটা হাসপাতাল রোডের প্রাণিসম্পদ অফিসের সামনে টেম্পোতে আগুন দেয় অবরোধকারীরা। পুলিশ ৩ জনকে আটক করেছে। দিনাজপুর ॥ বুধবার সকালে জেলার বিভিন্ন জায়গায় বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ৮টি ট্রাক ভাংচুর করে। ভাংচুরকালে ৫ শ্রমিক আহত হন। জনতা নাশকতাকারী একজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। নাটোর ॥ মঙ্গলবার রাত নয়টার দিকে জেলা সদর উপজেলার তকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে সবজিবোঝাই একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে চালক আলমগীর হোসেন, হেলপার জাহাঙ্গীর আলম ও সবজি ব্যবসায়ী আব্দুর শুকুর আহত হন। পুলিশ দুইজনকে আটক করেছে। কক্সবাজার ॥ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় চেইন্দা জলপরি ব্রিজ এলাকায় অবরোধকারীরা নাফ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ও ইট দিয়ে হামলা চালায়। ইটের আঘাতে গাড়ির সামনের কাচ ভেঙ্গে যায়। তবে কাচের বোতলে তৈরি পেট্রোল বোমাটি গাড়ির সঙ্গে লেগে না ফেটে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। গাড়িটি দ্রুত সরে গেলে প্রাণে রক্ষা পান অন্তত ৪৫ যাত্রী। এ ঘটনায় ১০ জন আহত হন। নোয়াখালী ॥ বুধবার বেলা ১১টার দিকে জেলার সোনাইমুড়ী বাজারে সিএনজি স্ট্যান্ডে অতর্কিত হামলা চালিয়ে ৫টি সিএনজি ভাংচুর করে অবরোধকারীরা। বিশেষ অভিযানে জেলাটির বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হয়েছে ৯ জন। সিলেট ॥ বুধবার বিকেল পাঁচটার দিকে জেলার দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় অবরোধকারীরা একটি ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়। নওগাঁ ॥ বুধবার ভোরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পোস্ট অফিসের মোড়ে বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয় অবরোধকারীরা। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
×