ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুবায়ের হত্যা মামলার রায় হয়নি

প্রকাশিত: ০৫:৫১, ৫ ফেব্রুয়ারি ২০১৫

জুবায়ের হত্যা মামলার রায় হয়নি

কোর্ট রিপোর্টার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যা মামলায় রায় বুধবার নির্ধারিত তারিখে ঘোষণা করতে পারেনি ট্রাইব্যুনাল। নিরাপত্তাজনিত কারণে আসামিদের কারাগার থেকে আদালতে না আনায় রায় ঘোষণার পরবর্তী তারিখ ৮ ফেব্রুয়ারি ধার্য করেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। ২৮ জানুয়ারি মামলাটির যুক্তিতর্কের শুনানির পর ৪ ফেব্রুয়ারি রায় ঘোষণার তারিখ ঠিক করা হয়েছিল। ওইদিন মামলাটির জামিনে থাকা ৭ আসামিকেও কারাগারে পাঠানো হয়। এরা হলেন, প্রতিষ্ঠানটির পরিসংখ্যান বিভাগের ছাত্র শফিউল আলম সেতু এবং অভিনন্দন কুন্ডু অফি, প্রাণীবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান, দর্শন বিভাগের কামরুজ্জামান সোহাগ, ইতিহাস বিভাগের মাহমুদুল হাসান, অনুজীব বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব তপু এবং লোকপ্রশাসন বিভাগের নাজমুল হাসান প্লাবন। মামলার অপর ৫ আসামি খন্দকার আশিকুল ইসলাম, খান মোহাম্মদ রইস, রাশেদুল ইসলাম রাজু, ইসতিয়াক মেহবুব অরূপ, মাহবুব আকরাম ও জাহিদ হাসান পলাতক।
×