ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় এ্যাবটের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে

প্রকাশিত: ০৬:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ায় এ্যাবটের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট পার্লামেন্টের পেছনের সারির পার্লামেন্ট সদস্যদের ক্রমবর্ধমান বিদ্রোহের সম্মুখীন হয়েছেন। তিনজন এমপি তাঁর নেতৃত্ব যাচাইয়ে আস্থা ভোটের আহ্বান জানিয়েছেন। লিবারেল দলীয় এমপি ডেনিস জেনসেন প্রকাশ্যে প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানান। তবে এ্যাবটের জনপ্রিয়তায় ধস ও তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও তিনি পদত্যাগের কথা বিবেচনা করছেন না বলে জানিয়েছেন। যদিও তিনি স্বীকার করেন, গত কয়েক মাস ধরে তিনি কঠিন সময় পার করেছেন। কুইসল্যান্ডের নির্বাচনে তাঁর লিবারেল ন্যাশনাল জোট আকস্মিকভাবে রোহিত হয়। তবে, নেতৃত্বের বিতর্ককে তিনি একটি ‘স্বাস্থ্যকর’ দলের ইঙ্গিত বলে বর্ণনা করেছেন। খবর বিবিসি ও এএফপির। এ্যাবটের সম্ভাব্য চ্যালেঞ্জকারী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশগের নাম প্রস্তাব করা হয়েছে, যদিও তিনি মন্ত্রিসভায় তাঁর সহকর্মীদের বলেছেন, তিনি ‘প্রধানমন্ত্রীর পদের জন্য প্রচারাভিযান চালাচ্ছেন না।’
×