ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইফাদ অটোসের ইপিএস ৪৮ পয়সা

প্রকাশিত: ০৬:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৫

ইফাদ অটোসের ইপিএস ৪৮ পয়সা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আইপিও প্রক্রিয়া শেষে আজ থেকে লেনদেন শুরু করা ইফাদ অটোস শেয়ারপ্রতি আয় বা ইপিএস করেছে ৪৮ পয়সা। এই ইপিএস কোম্পানির আইপিও-পরবর্তী ১১ কোটি ৫০ লাখ শেয়ার হিসাবে হয়েছে। কোম্পানির প্রথম প্রান্তিক (জুলাই’১৪-সেপ্টেম্বর’১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, আলোচিত প্রান্তিকে এই কোম্পানি কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ৪৯ লাখ টাকা। আর ইপিএস করেছে ৫৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির মুনাফা ছিল ১০ কোটি ২১ লাখ টাকা। আর ইপিএস ছিল ১ টাকা ৯ পয়সা। উল্লেখ্য, এই ইপিএস কোম্পানির আইপিও পূর্ববর্তী ৯ কোটি ৩৭ লাখ শেয়ার বিবেচনায় হয়েছে। আরএকে সিরামিকের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। আলোচিত বছরে এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। কোম্পানিটি শেয়ারপ্রতি এনএভি করেছে ১৭ টাকা ৫৭ পয়সা, কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬৮ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা, ২ টাকা ৩ পয়সা, ১৮ টাকা ৯৯ পয়সা ও ২ টাকা ৬৬ পয়সা।
×