ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুল হায়াতের ‘চোখ গেলো পাখি’

প্রকাশিত: ০৬:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৫

আবুল হায়াতের ‘চোখ গেলো পাখি’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্মাতা আবুল হায়াতের লেখা গল্পের বই ‘চোখ গেলো পাখি’ এবারের একুশে বইমেলায় বাজারে এসেছে। শব্দশিল্প প্রকাশনীর ব্যানারে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে। এটি আবুল হায়াতের লেখা ২৩তম গল্পের বই। ‘চোখ গেলো পাখি’ মূলত তিন মেয়েকে নিয়ে তিনটি গল্পের বই। আবুল হায়াত বলেন, পাঠকের ভাললাগাকে বিবেচনায় রেখে তিন মেয়ের আলাদা তিনটি গল্প নিয়েই বইটি লিখেছি। আশা করি বইপ্রেমী পাঠকের বইটি ভাললাগবে। ১৯৮৯ সালে আবুল হায়াতের লেখা গল্পের বই ‘তৃষ্ণার শান্তি’ বইমেলায় প্রকাশিত হয়। এরপর বিগত চব্বিশ বছরে তিনি আরও ২১টি গল্পের বই পাঠককে উপহার দিয়েছেন। এবারের বইটির প্রচ্ছদ করেছেন আবুল হায়াতের মেয়ে দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। আবুল হায়াতের লেখা গল্পের বই ‘শোধ’ ও ‘একগুচ্ছ নিপোবনের জোকস’ গত বছরের বইমেলায় বাজারে বাজারে আসে। তবে এবারের বইটি নিয়ে তিনি একটু বেশি আশাবাদী। এদিকে আবুল হায়াত এস এ হক অলিকের নির্দেশনায় ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের কাজ করছেন। খুব শীঘ্রই তিনি নতুন ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করবেন। বর্তমানে নাটকটির গল্প লেখার কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।
×