ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ইমরানের বাড়িতে চলছে শোকের মাতম

প্রকাশিত: ০৪:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৫

ঝিনাইদহে ইমরানের বাড়িতে চলছে শোকের মাতম

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ ফেব্রুয়ারি ॥ বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় নিহত ঝিনাইদহের ইমরান হোসেনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার দুপুর ২টার দিকে মৃত্যু সংবাদ পৌঁছানোর পর কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনেরা। গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। এদিকে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। সংসারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তারা। নিহত ইমরান হোসেনরে পিতা আয়ুব হোসেন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইদহের শেখপাড়া বাজার থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী পানবাহী ট্রাকে বগুড়ার তিনমাথা এলাকায় পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ট্রাকের চালকের সহকারী ইমরান হোসেন। পেট্রোলবোমায় নিহতদের বাড়িতে কান্নার রোল স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কুমিল্লায় গাড়িতে ঘুমন্ত যাত্রীদের উপর বিএনপি-জামায়াতের ছোঁড়া পেট্রোলবোমায় নিহত ৮জনের মধ্যে চকরিয়ার তিন জনের বাড়িতে কান্নার রোল চলছে। বরইতলী গোবিন্দপুর ও হারবাং গাইনাকাটা এলাকার নিহত ওই তিনজনের মধ্যে কেউই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে জানা গেছে। আদমজী ইপিজেডে শ্রমিক অসন্তোষ ॥ বেতন দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ॥ আদমজী ইপিজেডের রফতানিমুখী এএমসিএস টেক্সটাইল কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার শ্রমিকরা সকাল থেকে বিকেল পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। জানা যায়, আদমজী ইপিজেডের এএমসিএস ট্ক্সেটাইল কারখানায় ১ হাজার ২৪৫ শ্রমিক কাজ করছে। কারখানাটির মালিক দুই বিদেশী নাগরিক। তারা যৌথভাবে ফ্যাক্টরিটি স্থাপন করেন। মালিকানা বিরোধের কারণে ফ্যাক্টরিতে নানা জটিলতা সৃষ্টি হয়। এমনকি ফ্যাক্টরিটি বর্তমানে বন্ধ রয়েছে বলে এইপিজেড কর্তৃপক্ষ জানায়। এ অবস্থায় শ্রমিকদের কয়েক মাসের বেতনও বকেয়া পড়ে যায়।
×