ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মূল্য ৮৩ কোটি টাকা

চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গরে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর বহির্নোঙ্গর এলাকায় নৌবাহিনী সদস্যদের অভিযানে ধরা পড়েছে ১৫ লাখ ইয়াবা ট্যাবলেট, যার মূল্য প্রায় ৮৩ কোটি টাকা। বুধবার রাত আড়াইটার দিকে নৌবাহিনীর এ্যান্টি স্মাগলিং সেলের সদস্যরা এগুলো উদ্ধার করে। চালানটি এ যাবৎকালের সর্ববৃহৎ চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নৌবাহিনীর মিডিয়া উইং সূত্রে জানা যায়, মাদকদ্রব্য পাচারকারী দলটি মাছ ধরার একটি ট্রলারযোগে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে আসে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায়। মিয়ানমার থেকে এ চালানটি আসে কক্সবাজারের টেকনাফ হয়ে। নগরীর বাংলাবাজার এলাকার একটি ঘাটে এগুলো খালাস করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নৌবাহিনীর নিয়মিত টহলে থাকা সদস্যরা। নৌবাহিনীর এ্যান্টি স্মাগলিং সেল সদস্যদের অভিযান আঁচ করতে পেরে চোরাকারবারীরা মাছ ধরার ট্রলারটি দ্রুতবেগে চালিয়ে পালাবার চেষ্টা করে। তারা কর্ণফুলী নদী হয়ে পারকি সমুদ্র সৈকত এলাকা পর্যন্ত চলে যায়। নৌবাহিনীর সদস্যরাও তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ট্রলারে থাকা লোকজন ট্রলারটির ইঞ্জিন বন্ধ করে নেমে পালিয়ে যায়। নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করে ইয়াবা ট্যাবলেটের এই বিরাট চালানটি। এতে পাওয়া যায় প্রায় ১৫ লাখ ইয়াবা ট্যাবলেট। আটক ট্যাবলেটগুলোর মূল্য প্রায় ৮৩ কোটি টাকা। চোরাকারবারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
×