ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবারেল পার্টির ভোট মোকাবেলায় প্রস্তুত এ্যাবোট

প্রকাশিত: ০৩:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

লিবারেল পার্টির ভোট মোকাবেলায় প্রস্তুত এ্যাবোট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট শুক্রবার বলেছেন, তিনি আগামী সপ্তাহে লিবারেল পার্টির ভোটকে মোকাবেলা করবেন। এই ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হতে পারে। তিনি বলেন, ‘নির্বাচকম-লী যাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা তাদের অপসারণ করতে ভোট দিতে বলছে।’ তিনি পেছনের সারির এই প্রস্তাবকে পরাজিত করতে লিবারেল পার্টির এমপি ও সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ্যাবোট জানান, এমপিদের মধ্যে থেকে নেতৃত্বের বিরুদ্ধে যে চ্যালেঞ্জ এসেছে তিনি ও তার লিবারেল পার্টির উপনেতা জুলি বিশপ ‘একসঙ্গে’ তার মোকাবেলা করবেন। পেছনের সারির লুক সিম্পকিনস শুক্রবার এই প্রস্তাবের আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন নেতৃত্বের প্রতি কতটা সমর্থন রয়েছে তা পরীক্ষা করার সময় এসেছে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ্যাবোটের নেতৃত্ব ক্রমবর্ধমানভাবে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ব্রিটেনের প্রিন্স ফিলিপকে নাইট উপাধি দেয়ার বিতর্কিত সিদ্ধান্তের পর দারুণ চাপের মধ্যে রয়েছেন টনি এ্যাবোট। এই ঘটনায় তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন এবং কুইন্সল্যান্ড নির্বাচনে লিবারেল পার্টির পরাজয়ের জন্য তাকেই দায়ী করা হয়েছে। খবর এএফপির।
×