ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধানের আবাদ বিঘিœত দামুড়হুদায় নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

প্রকাশিত: ০৪:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৫

ধানের আবাদ বিঘিœত দামুড়হুদায় নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৬ ফেব্রুয়ারি ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদার মোক্তারপুরে ভৈরব নদীতে বাঁধ দিয়ে মাছচাষ করা হচ্ছে। ফলে পানির অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে ধানচাষ। জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার নিচ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীটি এক সময় ছিলো স্রোতসিনী। বর্তমানে নদীটি ভরাট হয়ে এখন বিলুপ্তির পথে। কিছু কিছু জায়গায় পানি থাকলেও তা এখন দখলদারদের কবলে। এলাকার কৃষকরা জানিয়েছেন, প্রতিবছর ভৈরব নদী থেকে পানি তুলে সেচের মাধ্যমে তারা ধানচাষ করেন। বাঁধ দিয়ে মাছচাষ করার কারণে পানি তুলতে দিচ্ছে না দখলদাররা। ফলে ধানচাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
×