ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাস নির্মূলে ২০ হাজার মুক্তিযোদ্ধা প্রস্তুত

প্রকাশিত: ০৮:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাস নির্মূলে ২০  হাজার মুক্তিযোদ্ধা প্রস্তুত

স্টাফ রিপোর্টার ॥ দেশে বর্তমানে যে ধরনের সন্ত্রাসী কর্মকা- চালানো হচ্ছে তা নির্মূলে ২০ হাজার মুক্তিযোদ্ধা প্রস্তুত আছেন। সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা দেশের ৬৪ জেলায় সক্রিয় অবস্থান নেবেন। এজন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। সরকার অনুমতি দিলে তারা চলমান সন্ত্রাস দমনে মাঠে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহযোগিতা করবেন। আর তাদের এ সামর্থ্য তুলে ধরতে আগামী ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশের আয়োজন করা হবে। শুক্রবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সন্ত্রাসবিরোধী মুক্তিযোদ্ধা পরিষদ নামের একটি সংগঠন এর আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা বন্দুক দিয়ে সমাধান সম্ভব নয়। এটি রাজনৈতিক সংকট। এ সংকটের সমাধান করতে হবে রাজনৈতিকভাবেই। কোন দলের প্রতি প্রতিহিংসা নয়, শুধু সন্ত্রাসী ও জঙ্গীবাদীদের উত্থানের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। আয়োজক সংগঠনের সভাপতি মাহবুব উদ্দীনের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব) শচীন কর্মকার, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান জিয়াউল কবির দুলু প্রমুখ।
×