ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিস ইউনিভার্সকে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে ফার্কের আহ্বান

প্রকাশিত: ০৩:৩৯, ৯ ফেব্রুয়ারি ২০১৫

মিস ইউনিভার্সকে  শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে  ফার্কের আহ্বান

কলম্বিয়ার মার্ক্সবাদী গেরিলা দল ফার্ক সরকারের সঙ্গে শান্তি আলোচনার সাহায্য করার জন্য চলতি বছরের মিস ইউনিভার্স খেতাব পাওয়া সুন্দরী পলিনা ভেগাকে আমন্ত্রণ জানিয়েছে। মিস ইউনিভার্স খেতাব অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে কলম্বিয়ায় শান্তি দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন দেশটির নাগরিক ভেগা। খবর বিবিসির। দেশের শান্তির জন্য তার কাজ করার ইচ্ছা প্রকাশের প্রেক্ষিতে গেরিলা দলটি এ আমন্ত্রণ জানিয়েছে। ফার্কের নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতির মাধ্যমে আমন্ত্রণটি জানানো হয়। তবে এ আমন্ত্রণের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মন্তব্য করেননি ভেগা এবং ভেগা কিভাবে সাহায্য করতে পারেন সেই বিষয়েও কিছু বলেনি ফার্ক। গত ৫০ বছর ধরে সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে আসছে ফার্ক। তবে নবেম্বর, ২০১২ থেকে কিউবার হাভানায় বিদ্রোহীদের সঙ্গে কলম্বিয়া সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। ফার্কের বিবৃতিতে ভেগাকে হাভানা সফর করার আমন্ত্রণ জাননো হয়েছে। হাভানায় এলে শান্তি আলোচনার অগ্রগতির বিষয়ে তাকে বিস্তারিত জানানো হবে বলেছে ফার্ক। ১৯৬৪ সালে ফার্কের বিদ্রোহ শুরু হওয়ার পরে থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ ২০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
×